বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা’ শীর্ষক বই দুটির মোড়ক উন্মোচন করেন।
প্রথম বইটি বঙ্গবন্ধু, তার পরিবার এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখার সংকলন। আর দ্বিতীয় বইতে ১৯৭০-১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন সাক্ষাৎকার এবং কথোপকথন প্রকাশ করা হয়েছে।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ বইয়ের বিষয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বইটি প্রতিটি বাঙালি পাঠকের জন্য এক বিরল উপহার।বইটি সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন।
‘জয় বাংলা’ নামে অপর বইটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী। এই বইয়ের সাক্ষাৎকার সম্পাদনা ও সংগ্রহ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কবি পিয়াস মজিদ।
‘জয় বাংলা’ বইটির ভূমিকায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনকে পুরোপুরি বুঝতে ঐতিহাসিক এ বইটি পড়া দরকার।