ফাঁকা ঢাকায় বাতাসের মানের উন্নতি
সাদাকালো নিউজ
ঈদের ছুটিতে রাজধানী ঢাকা একপ্রকার ফাঁকা। পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে নগরীতে বসবাস করা বেশিরভাগ মানুষ গেছে গ্রামের বাড়ি। সড়কে গাড়ি চলাচল করছে কম। ফলে ঢাকার বাতাসের মান কিছুটা ভালো হয়েছে।
রোববার বায়ুদূষণে ঢাকার অবস্থান হয়েছে ২১তম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)বেলা সাড়ে ১১টায় ঢাকার স্কোর ৭৬। একে মাঝারি বা গ্রহণযোগ্য বলে ধরা হয়।
আজ একিউআই ইনডেক্সে সবার ওপরে থাকা নেপালের কাঠমন্ডু, স্কোর ১৬০। দ্বিতীয় অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের, স্কোর ১৫৫। তৃতীয় অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, স্কোর ১৩৩। চতুর্থ অবস্থানে কাতারের দোহা, শহরটির স্কোর ১২৯।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তবে ৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়।