‘জাদুকর’ ওয়ার্নের চলে যাওয়াতে হতবাক মাশরাফি
সাদাকালো নিউজ
শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আসে শেন ওয়ার্নের না ফেরার দেশে চলে যাওয়ার খবরটি। মাত্র ৫২ বছর বয়সেই ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি এ লেগ স্পিনার।
মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে ক্রিকেট অঙ্গনে। অন্য সবার মত মহাতারকার মহাপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাসও দিয়েছেন মাশরাফি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিলো!
‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম- তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা যাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই যাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!’
স্পিন জাদুতে শেন ওয়ার্ন মোহাবিষ্ট করে রেখেছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে। সারা বিশ্বজুড়ে রয়েছে তার অগণিত ক্রিকেট ভক্ত।