পিতৃপরিচয় মামলা মাথায় নিয়েই জন্ম নিচ্ছে নুসরাতের সন্তান!
সাদাকালো নিউজ ডেস্ক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে প্রেমের ইস্যুতে নানা সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে এখন প্রথমবার মা হওয়ার মধুর অনুভূতির অপেক্ষায় জনপ্রিয় এই নায়িকা। কবে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী? সেই খবরের প্রহর গুনছে টলিউড।
এরপর গত কয়েকমাস আগে জানা যায় মা হতে চলেছেন তিনি। ভক্তদের সবাই এতোদিন জানতেন চলতি বছরের সেপ্টেম্বরে মা হতে যাচেছন নুসরাত। তবে নতুন খবর হলো সেপ্টেম্বর নয়, এক মাস এগিয়ে চলতি আগস্টের শেষ দিকে ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাবেন এই নায়িকা।
মা হওয়ার খবর গোপন রাখতে চাইলেও পারেননি নুসরাত। চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে নুসরাতের পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়। তখনই প্রথম নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। যদিও এর কয়েক সপ্তাহ পর নুসরাত নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন নুসরাত। মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। বোঝাই যাচ্ছে অন্তঃসত্ত্বার এই সময়টা তিনি বেশ উপভোগ করছেন।
২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ব্যবসায়ী নিখিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে গত বছরই তারা আলাদা হয়ে গেছেন। গুঞ্জন রয়েছে, বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত।