পিএসজির সঙ্গে বেতন বাড়িয়ে চুক্তি করতে চায় মেসি
সাদাকালো নিউজ
কাতার বিশ্বকাপের পরপরই পিএসজি জানিয়েছিল,তারা মেসির সঙ্গে দ্রুতই চুক্তি নবায়ন করবে। তবে বিশ্বকাপের চার মাস কেটে গেলেও আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি ফরাসি ক্লাবটি। আগামী জুনেই শেষ হবে মেসির সাথে পিএসজির চুক্তির মেয়াদ।
এর মধ্যেই ফুটবল পাড়ায় গুঞ্জন, মেসি নাকি পিএসজি ছাড়তে চান। বার্সেলোনা তাকে ঘরে ফেরাতে চায়। এদিকে ফরাসি পত্রিকা লা প্যারিসিয়ান বলছে, মেসি নাকি পিএসজির কাছে বাড়তি বেতন চেয়েছেন। যা নিয়ে নাকি বনিবনা হচ্ছেনা দু’পক্ষের।
‘পিএসজিতে মেসির নতুন চুক্তির জন্য এই শর্ত (বেতন বাড়ানো) জুড়ে দিয়েছেন তার বাবা হোর্হে মেসি। যিনি কিনা কাজ করেন মেসির এজেন্টি হিসেবেও। পিএসজিকে ২০২২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথায় রাখার দাবি জানিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপজয়ী মেসির জন্য তিনি বেতন বাড়ানোর কথাই বলেছেন।’
এদিকে সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল মেসিকে দলে নেওয়ার জন্য বছরে ৪০০ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছে। যা আল নাসরের রোনালদোর ডাবল। আল হিলালের ওই প্রস্তাবটিকে সামনে রেখেই মেসির দর বাড়ানোর দাবি মেসির বাবার। তবে পিএসজি অনড় অবস্থানে। তারা বেতন বাড়াতে চায় না। গত দুই মৌসুমে যে বেতনে মেসি খেলেছেন, তাই দিতে চায় তারা।
তবে পিএসজির দাবি, মেসি বাড়তি বেতন চায়নি। ক্লাবটি দাবি করছে, মেসি আগামী মৌসুমে পিএসজিতে নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন।