পাকিস্তানে পুলিশ স্টেশনে বিস্ফোরণ, নিহত ১২
সাদাকালো নিউজ
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় দেশটির পুলিশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) এক কার্যালয়ে সোমবার (২৪ এপ্রিল) বিস্ফোরণে কমপক্ষে ১২ জন মারা গেছেন ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
কাবালের পুলিশ কর্মকর্তা শরিফুল্লাহ খান বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তবে শরিফুল্লাহ মনে করেন না যে বিস্ফোরণটি কোনো সন্ত্রাসী হামলা। তিনি বলেন, ‘সিটিডি ভবনের বেসমেন্টে থাকা বিস্ফোরকদ্রব্যে আগুন লাগায় বিস্ফোরণ ঘটে।’
বিল্ডিং কমপ্লেক্সে কাবাল জেলা পুলিশ স্টেশন ও একটি রিজার্ভ পুলিশ ফোর্সের জেলা সদর দপ্তরও রয়েছে। তবে মূল ক্ষতি হয়েছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ভবনে।
প্রাদেশিক পুলিশপ্রধান আখতার হায়াত জানিয়েছেন, সিটিডি অফিসে পুরোনো গোলাবারুদের মজুদ ছিল তবে এটি কোনো হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের বেশির ভাগই সন্ত্রাসবিরোধী বিভাগের কর্মকর্তা। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া এক নারী ও শিশুও মারা গেছেন।
খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক উদ্ধার পরিষেবার মুখপাত্র বিলাল ফয়েজি জানিয়েছেন, আহতদের উদ্ধার অভিযান এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আঞ্চলিক হাসপাতাল প্রশাসন জানিয়েছে, তারা বেশ কয়েকজন আহত ব্যক্তিকে পেয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
এর আগে চলতি বছরের শুরুতেই দুটি পুলিশ ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
জানুয়ারিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি পুলিশ কম্পাউন্ডের ভিতরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী তার জ্যাকেট বিস্ফোরণ ঘটান। এতে ভবনটি ধসে পড়ে এবং মুসল্লিদের ওপর ধ্বংসস্তূপ পড়ে ৮০ জনের বেশি কর্মকর্তা মারা যান।
ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে টিটিপির আত্মঘাতী স্কোয়াড একটি পুলিশ কম্পাউন্ডে হামলা চালালে পাঁচজন নিহত হন। সে সময় পুলিশের সঙ্গে টিটিপি যোদ্ধাদের ঘণ্টাব্যাপী গোলাগুলি চলেছিল।
টিটিপি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে। এদিকে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখল করার পর থেকে পাকিস্তান সীমান্ত অঞ্চলে টিটিপির হামলার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদের দাবি, পাকিস্তানে হামলায় আফগানিস্তানের মাটি ব্যবহার করা হচ্ছে।