পাকিস্তান দল কি বাবরের বন্ধু?
সাদাকালো নিউজ
অনেকটা যেন এমন, পান থেকে চুন খসলেই বাবর আজমের পিণ্ডিচটকান পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দলের অধিনায়কত্ব থেকে তাকে বাদ দেওয়ারও দাবি সাবেকদের। পুরোনো সেই দাবি কিছুদিন পর পর রঙ ছড়িয়ে সামনে হাজির হয় নতুন রূপে, শোরগোল ওঠে, ‘নেতৃত্ব থেকে ছাটাই করা হোক বাবরকে’—এমন সব কঠিন সময়ে সব সময় সতীর্থদের পাশে পেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে পুরো পাকিস্তান দল কি বাবরের বন্ধু? আসলে বাবরের কাছের মানুষ কারা?
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর শুনিয়েছেন সেই গল্প। বলেছেন তিন বন্ধুর নাম। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার উরুজ মুমতাজের সঙ্গে র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে বাবর জানিয়েছেন তার পছন্দের খাবারের কথা, শুনিয়েছেন তার পছন্দের গানের তালিকাও।
কাছের মানুষ কারা, এমন প্রশ্নে বাবর বেছে নিয়েছেন তিনজনকে, ‘যদি তিনজনের নাম বলি, তাহলে অন্যদের খারাপ লাগবে। সবার সঙ্গেই সম্পর্ক ভালো। কিন্তু ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান আমার বেশি কাছের। আসলে অনেক দিন ধরেই আমরা একসঙ্গে খেলছি।’