পাকস্থলি ছাড়াই ১৮ বছর ধরে দৌড়াচ্ছেন মাইলের পর মাইল
সাদাকালো নিউজ ডেস্ক
৩৬ বছর বয়সী জুয়ান ডুয়াল। তার পেটের মধ্যে নেই পাকস্থলি, কোলন বা মলাশয়। রেকটাম ও পিত্তথলীও নেই। প্রায় ১৮ বছর ধরে তিনি এভাবেই বেঁচে আছেন। জানলে অবাক হবেন, এই মানুষটিই একজন জনপ্রিয় ম্যারাথন দৌড়বিদ। তবে, জুয়ানের জীবন কাহিনী জানলে আপনার চোখ থেকে পানি ঝরবে।