নোয়াখালীতে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
সাদাকালো নিউজ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নব আধুনিকায়নকৃত বসুরহাট বাসস্ট্যান্ড ও বাস্তবায়িত ৫৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় এটি উদ্বোধন করেন তিনি।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, বসুরহাট পৌরসভা আলোকিত করার লক্ষ্য নিয়ে কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৫৩৫টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা বাসট্যান্ডকে আড়াই কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য তাশিক মির্জা কাদের প্রমুখ।