নিষিদ্ধ হতে পারেন রাশমিকা!
সাদাকালো নিউজ
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলতি বছর ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রেখেছেন এ অভিনেত্রী। সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী।
২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমা দিয়ে অভিনয়ে জগতে পা রাখেন রাশমিকা। সে সময় বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি। জিএস গুপ্তা এবং রক্ষিত শেঠি যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছিলেন। রক্ষিত শেঠির সেই প্রযোজনা সংস্থার নাম ‘পরমবহ স্টুডিও’। আর এই সংস্থার নাম না নেওয়াতেই সমালোচনার মুখে পড়েছেন ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেত্রী।
একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের অনেক দিক নিয়েই কথা বলেন রাশমিকা। কিন্তু ওই অনুষ্ঠানে নিজের প্রথম ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তিনি। এতেই অভিনেত্রীকে ‘অকৃতজ্ঞ’ বলে দাবি করেছেন তার ভক্ত-অনুরাগীরা।
এ বিষয়ে রাশমিকা বলেন, অকৃতজ্ঞতা নয়, ব্যক্তিগত কারণেই নাকি প্রযোজনা প্রতিষ্ঠানের নাম নেননি বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, প্রযোজক রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাশমিকার। এমনকি তাদের বাগদানও হয়েছিল বলে গুঞ্জন রয়েছে। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে সেই সম্পর্ক ভেঙে যায় রাশমিকা-রক্ষিতের। মূলত, এ কারণেই নিজের প্রথম ছবির প্রযোজকের নাম এড়িয়ে গিয়েছেন গেছেন তিনি।