নির্বাচনের বাকি মাত্র ১ দিন!
সাদাকালো নিউজ
গাজীপুর সিটি নির্বাচনের আর মাত্র বাকি এক দিন। নির্বাচনে বিজয়ী হতে প্রার্থীরা মেলাচ্ছেন নানা সমীকরণ। অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে শেষ সময়ের প্রচার-প্রচারণা। স্বতন্ত্র প্রার্থীরা সেনা মোতায়েনের দাবি তুললেও এটাকে সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার প্রয়াস হিসেবে দেখছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সেনাবাহিনীসহ বেশকিছু দাবি তুলে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে চিঠি দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।
ইংরেজিতে লেখা তিন পাতার ওই চিঠিটি চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব ও ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে পাঠানো হয়েছে। এর আগে একি দাবি নিয়ে লেখা চিঠি, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তাদের কাছেও দেয়া হয়েছিলো।
তবে জায়েদার এই দাবি নির্বাচনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অপপ্রয়াস হিসেবে দেখেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে নৌকার এই প্রার্থী জানান, সেনাবাহিনী মোতায়েনের অধিকার সংরক্ষণ করে নির্বাচন কমিশন। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি যে পদক্ষেপ নেবে তিনি ও তার দল সেটাকে স্বাগত জানাবে। কিন্তু যেভাবে চিঠি দেয়া হচ্ছে তাতে শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উপপ্রয়াস।
এদিকে জায়েদা খাতুনের দাবির সঙ্গে একাত্ত্বতা প্রকাশ করেছেন হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম। এছাড়া গণসংযোগের সময় জাতীয় পার্টির প্রার্থী নিয়াজুদ্দিন জানিয়েছেন, সরকারের সদিচ্ছা না থাকলে সেনাবাহিনী অথবা অন্য কোনো বাহিনী এসে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্য রাতে। নির্বাচন উপলক্ষে এদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গাজীপুর সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।
গাজীপুর সিটি নির্বাচনে ৮ জন মেয়র ও ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত ১৯টি নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটকেন্দ্র ৪৮০টি।