‘নির্বাচন কমিশনার আমার কাছে দুইটা চুমু চেয়েছিলো’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন এবং জায়েদ খানের কাছে মাত্র ১৩ ভোটের ব্যবধানে হেরে গেছেন।
রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে দুইটা চুমু চেয়েছিলেন। সে সময় আমার পাশে আমাদের প্যানেলের জেসমিন ছিলো। তার কাছেও আপনারা জানতে পারেন। নির্বাচন কমিশনারের দুই গালে জুতা দিয়ে মারা উচিত ছিলো কিন্তু ভোট চলার কারণে আমি তাকে কিছু বলিনি। তাকে সিনেমা-নাটকে কোনোদিন নেয়া উচিত না।’
চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘পরীজাদা হারুন, জায়েদ খান এবং এফডিসির এমডি তারা তিনজন মিলেই একটি গ্যাং। সবাই এক হয়ে জায়েদকে জিতিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, তারা টাকা দিয়ে ভোট কিনেছে।’
জায়েদ খানের সাহস থাকলে আবার নির্বাচনে আসুক জানিয়ে নিপুণ বলেন, ‘আমি এখন শুধুমাত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে পুনরায় সুষ্ঠ ভোট চাই। অন্য পদগুলোর নির্বাচন করার দরকার নেই। সবকিছুর জন্য আমি উচ্চ আদালত পর্যন্ত যাবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘সাধারণ সম্পাদক পদটিতে কারচুপি করে আমাকে হারিয়ে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনার চাইলে সাধারণ সম্পাদক পদটিতে আমার ভোট নেয়া সম্ভব। যদি না হয় তাহলে আমি আদালতে যাবো।’