নিজের টাকায় আর সিনেমা বানাবেন না অনন্ত জলিল!
সাদাকালো নিউজ
ঈদকে ঘিরে দেশের টিভি চ্যানেলগুলোতে বসে অনুষ্ঠানের পসরা। তাতে সেলিব্রেটিদের সমাগম চোখে পড়ার মতো। এসব অনুষ্ঠানে তারকারা প্রকাশ করেন তাদের ব্যক্তিগত জীবনের নানান ফিরিস্তি। এবারের ঈদে তেমনি একটি অনুষ্ঠানে দেখা গেছে আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে। সেখানে নানান প্রশ্নের উত্তর দেন তিনি। একিসঙ্গে নিজ খরচে সিনেমা না বানানোর কথাও বলেছেন তিনি।
অনন্ত জলিল জানান, ‘নেত্রী দ্যা লিডার’ হবে তার নিজ খরচে করা শেষ সিনেমা। আর কখনই কোন ছবিতে অর্থলগ্নি করবেন না। শুধু মাত্র বাইরের প্রযোজনায় কাজ করবেন।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? উত্তরে অনন্ত জানান, তিনি যখন ‘মোস্ট ওয়েলকাম টু’করেছিলেন তখন একসাথে ২৮০টি সিনেমা হলে সেটি মুক্তি পেয়েছিলো। এর ৮ বছর পর যখন ‘দিন দ্যা ডে’মুক্তি পেলো তখন বাংলাদেশে ৮০ থেকে ৯০টি সিনেমা হল। এতো কম সংখ্যক হলে আর ইনভেস্ট করতে চান না তিনি।
তিনি আরও জানান, আমি সবার কাছে অনন্ত জলিল হিসেবেই থাকতে চাই। তবে চলচ্চিত্রের পাশে যেভাবে ছিলাম সেভাবে আর পাবে না। এখন আর প্রযোজনা করব না, শুধু অভিনয় করবো। যেটা আমি কখনোই চাইনি।
সম্প্রতি নানান ঘটনা নিয়ে সমালোচিত হচ্ছেন অনন্ত জলিল। রোজা রেখে ভুল করে কেক খেয়ে হয়েছেন ট্রলের শিকার। সেই ভিডিও ছড়িয়ে পরে নেটপাড়ায়। এছাড়াও ঈদে মুক্তি পাওয়া ‘কিল হিম’ সিনেমার শো দেখাতে লোক ভাড়া করে আনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য এমন অভিযোগ এবারি প্রথম নয়, গত কুরবানি ঈদেও তার ‘দিন দ্যা ডে’ সিনেমার শো তে লোক ভাড়া করে সিনেমা হলে ভিড় বাড়ানোর অভিযোগ উঠেছিলো।
সিনেমার নায়ক ছাড়াও একাধারে পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। জন্ম এবং বেড়ে উঠা মুন্সিগঞ্জ জেলায়। ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এর আগে অবশ্য গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে চলচিত্র ব্যবসায় নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে বিনিয়োগ করেন অনন্ত।
অভিনয় ও ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত অনন্ত জলিল। এর অংশ হিসেবে তিনি তিনটি এতিমখানা নির্মাণ করেছেন। এছাড়া সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজও শুরু করেছেন।
অন্যদিকে আনন্ত জলিল এর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তার জন্ম সিরাজগঞ্জে। শোবিজে ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁরও। পরে হৃদয় ভাঙ্গা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বিগ বাজেটের সিনেমায় দেখা যায় তাকে।