নায়িকা শাবনূরের সতর্কবার্তা!
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয় না করলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পর্দায় না পেয়ে অনুরাগীরা তাকে খুঁজে ফেরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর নামে রয়েছে অসংখ্য আইডি। ফলে অনুরাগীদের হতে হচ্ছে প্রতারণার শিকার। ভক্তদের সতর্ক করে ভিডিওবার্তা দিয়েছেন শাবনূর।
সেখানে নায়িকা বলেন, ‘আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তাঁরা জানেন, আমার নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে চালানো হচ্ছে। আমি বারবার বলার পরও তাদের থামানো যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এসব ভুয়া পেজ ও আইডির কারণে আমার ভক্তরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছেন। আমার কিছু সহজ-সরল ভক্ত যে মাঝেমধ্যে প্রতারিত হচ্ছেন- সে খবরও বিভিন্ন সূত্রে জেনে আসছি।’ এ অভিনেত্রী তার নামে খোলা ভুয়া আইডিগুলো বর্জন করার আহ্বান জানান। সেই সঙ্গে নিজের ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের লিঙ্কও প্রকাশ করেন ভিডিওতে।
১৯৭৯ সালের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। পারিবারিক ভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর। শাবনূরের বাবার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দু’জনেই নিজ নিজ পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী।
শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন তিনি।
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকা। ঘর সামলানো তো বটেই, বাইরেও নিজেকেই সামলাচ্ছেন তিনি। মাঝেমধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। তবে দেশ ছেড়ে বিদেশে থাকার কারণে সচরাচর বিনোদন জগতের মানুষদের সঙ্গে দেখা হয় না শাবনূরের।
২০১২ সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনূর। এরপর শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। চলে যান অস্ট্রেলিয়ায়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন শাবনূর। তার ছেলের নাম আইজান।
সাদাকালো নিউজ