নাসিরের মতোই কি ছিটকে যাবেন ইলিয়াস?
নাফিজা আক্তার
এক সময়ের মাঠ কাঁপানো খেলোয়াড় ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু তিনি শুধু মাঠি কাঁপাতেন না মাঠের বাইরে আরও অনেক কিছু কাঁপিয়েছেন। নবাগত চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন অনেক আগে। আবারও নতুন করে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করে লাইফেরও বারোটা বাজিয়েছেন। পরের বউকে বিয়ে করে এখন আদালত থেকে আদালতে ঘুরে বেড়াচ্ছেন নাসির। জাতীয় দল থেকে বাদ পড়া এই খেলোয়াড়ের এবার বিপিএলেও জায়গা হয়নি।
অন্যদিকে গায়ক ইলিয়াস হোসেন গান গেয়ে স্টেজ না কাঁপালেও অনেকের মন নিয়ে করেছেন খেলা। এমনটাই দাবি করেছেন তার সদ্য বিবাহিত স্ত্রী সুবাহ শাহ হুমায়রা। নাসিরের মতো পরের স্ত্রীকে বিয়ে না করলেও বিয়ের খেলায় ঠিকই মেতেছেন তিনি। একটি-দুইটি নয় তিন তিনটি বিয়ে করে বারবার বিতর্কে জড়িয়েছেন গায়ক ইলিয়াস।
প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাতকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিকেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিশাতের সঙ্গে বিচ্ছেদের পর কারিন নাজকে বিয়ে করেন এই গায়ক। কারিন সুইডেনের স্টোকহোমে থাকেন। তৃতীয় স্ত্রী সুবাহর সঙ্গে রাজধানীর বনানীতে সংসার পেতেছিলেন ইলিয়াস। সেটিও প্রায় ভাঙ্গনের পথে।
ক্রিকেটার নাসির হোসেন অথবা গায়ক ইলিয়াস দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে যতটা না সুনাম কুড়িয়েছেন তার থেকে বেশি বিতর্কে জড়িয়েছেন নারী কেলেঙ্কারিতে। এখন সবার মনে একটাই প্রশ্ন নাসিরের মতোই কি ছিটকে যাবেন গায়ক ইলিয়াস?
গত ১ ডিসেম্বর মডেলিং ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেন ইলিয়াস। সেই বিয়ের বয়স হয়েছে মাত্র ৩৫ দিন। কিন্তু এর মধ্যেই সংসারে ভাঙনের সুর ওঠে। তাদের দুইজনের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে বাকবিতণ্ডা, মারামারি, লাইভে এসে অভিযোগ-পাল্টা অভিযোগ করেছেন। ৪ জানুয়ারি সংবাদ সম্মেলন করেও আনা হয়েছে নানা অভিযোগ।
এরই মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। যৌতুক চেয়ে মারধরের অভিযোগে ৪ জানুয়ারি রাতে এই মামলা দায়ের করেন তিনি।
এখন পর্যন্ত ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়িকা সুবাহ। তবে মুক্তি পায়নি একটিও। রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি।
অন্যদিকে ইলিয়াস হোসেন সংগীতশিল্পী হিসেবে সাফল্য পেয়েছিলেন। তার কণ্ঠে ‘না বলা কথা’, ‘এক পলকে’, ‘নীল নয়না’সহ বেশ কিছু গান হিট হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয়।