ধোনিকে পিছনে ফেলে টি২০-তে জয়ের নয়া রেকর্ড গড়লেন ক্যাপ্টেন রোহিত
সাদাকালো নিউজ
রোহিত শর্মার নেতৃত্বে এই বছর এখন পর্যন্ত কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারিয়ে অধিনায়ক হিসেবে ছোট ফরম্যাটে ১৬তম জয় পেলেন এই ব্যাটসম্যান, পেছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে।
এক বছরে ভারতীয় অধিনায়ক হিসেবে এখন সবচেয়ে বেশি জয়ের মালিক রোহিত। থিরুভানান্থাপুরমে প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়ে এই রেকর্ড দখলে নিয়েছেন তিনি। ২০১৬ সালে ধোনির নেতৃত্বে ১৫ ম্যাচ জিতেছিল ভারত।
আর্শদীপ সিং দ্বিতীয় ওভারে তিন উইকেট নিয়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। বাঁহাতি ফাস্ট বোলার কুইন্টন ডি কককে (১) ফেরান, গোল্ডেন ডাক মারেন রাইলি রুশো ও ডেভিড মিলার। তারা যখন ৫ উইকেট হারায়, তখন রান মাত্র ৯। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে ১০৬ রান করে তারা।
এরপর লোকেশ রাহুল (৫১) ও সূর্যকুমার যাদবের (৫০) দুটি অপরাজিত ইনিংসে ১৭তম ওভারে জিতে যায় ভারত।
একই জয়ে আরেকটি রেকর্ড গড়েছে স্বাগতিকরা। দেশের মাটিতে রান তাড়া করে জেতার নিরিখে টানা ১৬তম জয় পেয়েছে ভারত। আগামী রোববার সিরিজ জয়ের লক্ষ্যে গুয়াহাটিতে নামবে তারা।