‘ধারের টাকা ক্যামনে পরিশোধ করুম, আমি নিস্ব হয়ে গেছি’
সাদাকালো নিউজ
রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে, তার আগেই অনেক ব্যবসায়ী নিস্ব হয়ে গেছেন। তাদের মধ্যে একজন আলেয়া বেগম।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কাঁদতে কাঁদতে আলেয়া বলেন, ঈদ উপলক্ষে ১১ লাখ টাকা ঋণ করে মালামাল কিনছিলাম। সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন ধারের টাকা ক্যামনে পরিশোধ করুম। আমি তো নিস্ব হয়ে গেছি।
আলেয়ার মতোই আগুনে পুড়ে গেছে তোফায়েলের দোকানও। সব হারিয়ে তিনিও এখন নিস্ব। তোফায়েল বলেন, মার্কেটে দুটি দোকানে ২০ লাখ টাকার মালামাল ছিল। এখন সব পুড়ে শেষ।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা।
তবে, এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।