ধর্মের কথা বলে ৫ হাজার কোটি টাকা নিয়ে উধাও; কে এই মুফতি রাগীব আহসান
রাকিব হাসান
পিরোজপুর সদরের খলিশাখালী এলাকা। সেখানকার আব্দুর রব খানের বড় ছেলে মুফতি রাগীব আহসান। ২০১০ সাল থেকে এহ্সান রিয়েল এস্টেট নামের একটি এমএলএম কোম্পানি শুরু করেন তিনি। ইসলামী শরীয়াহ মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালনার প্রতিশ্রুতি দেন। ইসলাম ধর্মের নানা কথা বলে গ্রাহকদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা সংগ্রহ শুরু করেন প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের কর্মীরা। এক লাখ টাকার বিপরীতে গ্রাহকদের মাসে ২ হাজার টাকা মুনাফার প্রলোভন দেয় তারা। পেয়েও যায় প্রায় ১০ হাজার গ্রাহক। তাদের কাছ থেকে কোম্পানিটি হাতিয়ে নেয় অন্তত পাঁচহাজার কোটি টাকা।
সূত্র বলছে, ১৩-১৪ বছর আগে একটি মসজিদে নামমাত্র বেতনে ইমামতি করতেন মুফতি রাগীব আহসান। পরে ইমামতি ছেড়ে যোগ দেন একটি এমএলএম কোম্পানিতে। সেখানে প্রাথমিক সদস্য হিসেবে চাকরি নেন। পরবর্তীতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই পিরোজপুরে এহ্সান রিয়েল এস্টেট নামে একটি কোম্পানি গড়ে তুলেন । পরবর্তীতে যা এহ্সান গ্রুপ পিরোজপুর বাংলাদেশ নামে পরিচিতি পায়। এর অধীনে রাগীব গড়ে তোলে ১৪টি প্রতিষ্ঠান।
অভিযুক্ত প্রতারক রাগীব শুধু পিরোজপুর জেলাতেই নন প্রতারণার জাল পাতেন ঝালকাঠি, ভোলা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালীসহ আশপাশের প্রায় ২০টি জেলায়। প্রতিষ্ঠানটির নিয়মই ছিল একজন গ্রাহক আরো কযেকজন নতুন গ্রাহককে জোগাড় করে দিবে। এতে এই গ্রাহকও পাবেন পার্সেন্টেজ।
জানা যায়, অধিক মুনাফার প্রলোভনে পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন পিরোজপুরের অন্তত ১০ হাজার গ্রাহক। তাদের গচ্ছিত টাকা উদ্ধারের জন্য সংস্থাটির কাছে বারবার ধরনা দিয়েও হচ্ছেন তারা। প্রতিকার পেতে নিয়মিত চলছে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি।
এহ্সান গ্রুপের অধীন একটি প্রতিষ্ঠানের লাইসেন্স সমবায় অধিদফতর থেকে নেয়া। সেখানে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহে অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছেন উপজেলা সমবায় অফিসার মো. মুজিবুল হক।
এদিকে এহসান গ্রুপের জালিয়াতির এ বিষয়টি তদন্তে ধরা পড়েছে বলে জানান প্রশাসনের করা তদন্ত কমিটির সদস্য ও পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী ।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলছেন, সমবায় দফতর থেকে নেয়া লাইসেন্সের শর্ত ভঙ করে আমানত সংগ্রহ করায় তা গ্রাহকদের ফিরিয়ে দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে এহসান গ্রুপের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।