দ্বিতীয় দিনে ২৫% আয় বাড়ল ‘বিক্রম বেদা’র
সাদাকালো নিউজ
দ্বিতীয় দিনে বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে হৃতিক রোশন, সাইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’। প্রথম দিনের তুলনায় দর্শকসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে সংগ্রহের গ্রাফে ২৫% বৃদ্ধি পেয়েছে।
‘বিক্রম বেদা’ বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রের শীর্ষ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। যদিও মুক্তির প্রথম দিনে আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি। ধীরগতির শুরুর পর শনিবার ছবিটির বক্স অফিস কালেকশন বেড়েছে। দেখে নিই, দুই দিনে কত কোটি টাকা আয় করেছে বিক্রম বেদা..?
হৃতিক-সইফের ‘বিক্রম বেদা’ প্রথম দিনে বক্স অফিসে মাত্র ১০ কোটির ব্যবসা করেছে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, ছবিটি শুক্রবার অর্থাৎ মুক্তির প্রথম দিনে ১০.৫৮ কোটি আয় করেছে।
বক্স অফিসে দ্বিতীয় দিনে ছবিটির আয়ের কথা বলতে গেলে, শনিবার ছুটির দিনে ছবিটি ভালো সাড়া পেতে শুরু করেছে। প্রথম দিনের তুলনায় আয়ের পরিসংখ্যান ২৫ শতাংশ বেড়েছে। Boxofficeindia.com রিপোর্ট অনুসারে, ‘শনিবার বিক্রম বেদা ২৫% বৃদ্ধি দেখিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্মটির সংগ্রহগুলি মুম্বই এবং দিল্লি/ইউপির বড় সার্কিটগুলিতে ভালো ফল করেছে। দক্ষিণ ও পশ্চিমবঙ্গের সার্কিটে ছবিটি ভালো সাড়া পাবে বলে মনে করা হচ্ছে। ছবিটি দ্বিতীয় দিনে ১২.৫০ থেকে ১২.৭৫ কোটির ব্যবসা করেছে। এইভাবে, ছবিটি দুই দিনে প্রায় ২৩.৭৫ কোটি টাকা আয় করেছে।’ প্রথম দিনে বিশ্বব্যাপী ৮.১৯ কোটির ব্যবসা করেছে এই ছবি।
তামিল সিনেমা বিক্রম বেদার রিমেকই হৃতিক-সইফের সিনেমা। সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমা। দুই কেন্দ্রীয় চরিত্র বিক্রম আর বেদার চরিত্রে অনেক শেডস দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক গায়েত্রী আর পুস্কর। গত ৩০ সেপ্টেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছে এই ছবি।