দেশের বাইরে মিরাজের দ্বিতীয় ৫, হারারেতে ধরাশায়ী জিম্বাবুয়ে
সাদাকালো নিউজ ডেস্ক
দেশের মাঠে ধারাল, বিদেশে নির্বিষ। মেহেদী হাসান মিরাজের বোলিং নিয়ে এই অভিযোগ শোনা যায় কান পাতলেই। সেই চ্যালেঞ্জ জয়ের পথে বাংলাদেশের অফ স্পিনার এগোলেন আরেকটি ধাপ। টেস্টে দ্বিতীয়বার পেলেন দেশের বাইরে ৫ উইকেটের স্বাদ।