দর বাড়ার শীর্ষে এস.আলম কোল্ড রোল্ড স্টিল
সাদাকালো নিউজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৯৪৪ বারে ২৩ লাখ ১৫ হাজার ২০৯টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, আরএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, এমবি ফার্মা, ফাইন ফুডস,শাহজিবাজার পাওয়ার ও জেএমআই হসপিটাল রিকুাজিট ম্যানফ্যাকচারিং লিমিটেড।