তৌহিদ আফ্রিদি কেন সবচেয়ে এলিজিবল ব্যাচেলর?
সাদাকালো নিউজ ডেস্ক
এখনো বিয়ের ‘সময়’ হয়নি। অথচ ভূরি ভূরি প্রস্তাব পাচ্ছেন। বেশির ভাগ প্রস্তাবই আসছে মায়ের কাছে। সব ফিরিয়ে দিচ্ছেন মা। রইল বাকি ভিউয়ার্সদের ভালোবাসা। সেসব তো আর ফিরিয়ে দেওয়া যায় না! একসময় গালমন্দ জুটলেও ফেসবুক-ইউটিউবে তৌহিদ আফ্রিদি এখন দারুণ জনপ্রিয়।