ঢালিউডে লড়াইয়ে নামছে যে তারকারা
নাফিজা আক্তার
চলতি সপ্তাহে আরিফিন শুভ অভিনীত মিশন এক্সট্রিম সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে এমন খবরের থেকেও সবচেয়ে বড় যে সংবাদটি সেটি হলো নতুন বছরে ঢালিউডে লড়াইয়ে নামছে শাকিব খান ও আরিফিন শুভ। এদের সঙ্গে যোগ দিয়েছেন সিয়াম আহমেদও।
বিদায়ী বছরে জনপ্রিয় এই তিন নায়কের বেশকিছু সিনেমার শুটিং শেষ হয়েছে। সব মিলিয়ে ২০২১ সালে মোট মুক্তি প্রাপ্ত সিনেমার সংখ্যা ৩২। তবে গোটা বছরে আলোচনায় ছিলেন অভিনেতা আরিফিন শুভ।
অন্তর্জালে সেই আলোচনার দ্বন্দ্বে জড়িয়েছেন শাকিব খান এবং আরিফিন শুভর প্রিয়জনরা। এদিকে নতুন বছরে জনপ্রিয় এই দুই নায়কের বেশকিছু সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এই হিসেব কষলে বলাই যায়, নতুন বছরে এক প্রকারের যুদ্ধে নামছে শাকিব-শুভ। আর তাদের সঙ্গে যুক্ত হবেন সিয়াম আহমেদও।
নতুন বছরে ঢালিউড কিং শাকিব খানের সিনেমা মুক্তির তালিকায় আছে, ‘অন্তরাত্মা’, ‘লিডার-আমিই বাংলাদেশ’ ও ‘গলুই’। তিনটি ছবির মধ্যে ‘অন্তরাত্মা’ ও গলুই রোমান্টিক ঘরানার এবং ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি প্রতিবাদী। যদি বড় কিছু সমস্যা না হয় তবে নতুন বছরে এই তিন ছবি দিয়ে আবারও ঢালিউডের রাজত্ব ফিরে পেতে পারেন শাকিব খান।
এদিকে শাকিব খানের সিংহাসন দখলের বছরে চমক নিয়ে হাজির হচ্ছেন আরিফিন শুভ। এই নায়কের সিনেমার তালিকায় আছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ছবি ‘বঙ্গবন্ধু’। অনেকেই বলছেন এই ছবিটি আরিফিন শুভর ক্যারিয়ারে যোগ করতে পারে নতুন মাইলফলক।
এছাড়াও শুভর হাতে রয়েছে আরেক বিগ বাজেটের সিনেমা পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম-২’। আগামী রোজার ঈদে মুক্তি পেতে পারে এই সিনেমাটি। এই ছবির জন্য প্রায় এক বছর পরিশ্রম করেছেন শুভ। নিজের বডি করেছিলেন ট্রান্সফরমেশন। এর বাইরে শুভর রয়েছে রোমান্টিক ঘরানার সিনেমা ‘নূর’।
অন্যদিকে, নতুন বছরে প্রথম ছবি ‘শান’ মুক্তি পেয়েছে অভিনেতা সিয়াম আহমেদের। এছাড়াও এই নায়কের মুক্তির অপেক্ষায় আছে ‘পাপ-পূণ্য’, ‘দামাল’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’, ‘অন্তর্জাল’র মতো সিনেমা। এছাড়া চুক্তিবদ্ধ সিনেমার তালিকায় আছে ‘বায়োপিক’ ও ‘রাস্তা’।