টুইটার লোগো পরিবর্তন
সাদাকালো নিউজ
হঠাৎ করেই টুইটারের লোগো বদলে দেন সামাজিক মাধ্যমটির নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক। চিরচেনা নীল পাখির পরিবর্তে দেখা মেলে ডোজকয়েনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতীক – শিবা ইনু কুকুরের। মূলত পরিবর্তনটি দেখা গেছে টুইটারের ওয়েব সংস্করণে। এ ঘটনার পর অনেকটা সময় পার হয়ে গেলেও, কেন এটি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আদৌ এটিই টুইটারের ভবিষ্যত কি না, সে আভাসও মেলেনি।
কোনো কোনো ব্যবহারকারীর মতে, স্রেফ এপ্রিল ফুল’স ডে’র জন্য করা মজা এটি, যেটিকে চেষ্টা করেও সময়মতো আনতে পারেনি প্রতিষ্ঠানটি।
এদিকে ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের বিনিয়োগকারীরা মামলা করে রেখেছেন মাস্কের বিরুদ্ধে। ওই মামলায় তার কাছে ২৫ হাজার আটশ’ কোটি ডলারের ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। টুইটারের লোগো বদল কাণ্ডের কয়েক দিন আগে সে মামলা থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের এক আদালতের দ্বারস্থ হয়েছেন মাস্ক। আবেদন করেছেন সে মামলা খারিজ করে দেওয়ার জন্য।
টুইটার কেনার আগ দিয়ে মাস্ক টুইট করেছিলেন, ‘নতুন কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন আছে কী?’ মাস্কের এক অনুসারী সে প্রশ্নের উত্তরে লিখেছিলেন, ‘টুইটার কিনে নিন। আর পাখির লোগোটা ডোজে বদলে দিন’। প্রতিত্তুরে মাস্ক লিখেছিলেন, ‘হাহা এটা হলে ভালোই হবে।’
আর তাই হয়তো মাস্ক ওই আলোচনার স্ক্রিনশট টুইট করে লিখেছেন, ‘যে কথা দিয়েছিলাম’।
ঘটনা যেটাই হোক টুইটারের লোগো বদল ঘটনার পর ডোজকয়েনের মূল্য বেড়েছে প্রায় ৩০ শতাংশ।