ঝড়ো শুরুতে খুশি সাকিব
সাদাকালো নিউজ
ইংল্যান্ডের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে দেখা মিলেছে দাপুটে বাংলাদেশের। বৃষ্টির কারণে খেলা পণ্ড হওয়ার শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে। দুই অধিনায়কের কণ্ঠে ছিল দুই রকমের কথা। পল স্টার্লিংয়ের হতাশা কন্ডিশন পক্ষে থাকলেও জিততে না পারায়। বিপরীতে সাকিব আল হাসানের খুশি দারুণ শুরুতে।
গতকাল ম্যাচ শেষে সাকিব আল হাসান পুরস্কার বিতরণীর মঞ্চে নিজের খুশি প্রকাশ করেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের অলরাউন্ড পারফরম্যান্স দরকার। আমরা জানতাম না উইকেট কেমন আচরণ করবে। আমরা খেই হারাইনি, পরিস্থিতি বুঝে খেলেছি।’
দল ক্রিকেটকে উপভোগ করেছে বলেও মনে করেন সাকিব। এ ছাড়াও বোলারদের নিয়ে প্রশংসাও ছিল তার কণ্ঠে। সাকিব বলেন, ‘আমরা ক্রিকেটকে উপভোগ করেছি। বোলাররা যেভাবে বল করেছে সেটা অসাধারণ।’
অন্যদিকে আইরিশদের ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং হতাশ। কন্ডিশন পক্ষে পেলেও জিততে না পারার হতাশা ছিল তার কণ্ঠে। স্টার্লিং বলেন, ‘আমার মনে হয় কন্ডিশন আমাদের পক্ষে ছিল। কন্ডিশন পক্ষে পেয়েও হেরে হতাশ।’
শেষ ১০ ওভারে দল ভালো করেছে- এটাও বিশ্বাস করেন স্টার্লিং, ‘শেষ ১০ ওভারে বোলাররা দারুণভাবে ফিরে এসেছে। দলের অধিনায়ক হিসেবে এটা স্বস্তির বিষয়।’