জয়ের ‘শতকে’ তরুণদের বার্তা দিলেন সিডন্স
সাদাকালো নিউজ
ডারবান টেস্টে মাহমুদুল হাসান জয় ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছেন ডারবান টেস্টে। নিজের তৃতীয় টেস্ট খেলতে নামে মাহমুদুল হাসান জয়।
এই তরুণ ওপেনার নিজের ধৈর্যের প্রদর্শনীর পাশাপাশি ধৈর্য পরীক্ষা নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের সেই সাথে তুলে নিয়েছে শত রান। করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশী হিসেবে প্রথম সেঞ্চুরীর শতক। এ শতক তুলেতে প্রায় ৬ ঘণ্টা ক্রিজে থেকে খেলেছেন ৩২৬ বলে ১৩৭ রানের ইনিংস।
এই সেঞ্চুরি আর দুর্দান্ত ইনিংসকে বিশেষ কিছু বলছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি জিডন্স।
তৃতীয় দিনের খেলা শেষে সিডন্স জানালেন, জয়ের ইনিংস বাংলাদেশের দলের তরুণ খেলোয়াড়দের জন্য একটি বার্তা। এখন থেকে তরুণদের কাছ থেকে এমন আরো বেশি ইনিংস উপহার চান এই অস্ট্রেলিয়ান কোচ।
সিডন্স বলেন, ‘আমরা সবাই ওর (জয়) পারফরম্যান্সে গর্বিত। পুরো ইনিংসটিই ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ কিছু। আমার মনে হয় না এর চেয়ে ভালো টেস্ট ইনিংস খুব বেশি আছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। ওর ধৈর্যটা আমার চোখে পড়েছে। আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এই ধৈর্যটা তেমন দেখা যায় না। সব সময়ই আলগা ব্যাটিং দেখা যায়।’