জোনাথন লি রিচেস, ৪ হাজার মামলায় জিতেছেন প্রায় ৭ কোটি টাকা
সাদাকালো নিউজ ডেস্ক
জোনাথন লি রিচেস। বিশ্বের সবচেয়ে মামলাবাজ ব্যক্তি। কেন তাকে এই নামে ডাকা হয়, জানলে অবাক হবেন। তিনি ৪ হাজারের উপরে মামলা করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে। এর মধ্যে ২ হাজার ৬০০ টি মামলা জেলে বসেই করেছেন। বলে রাখা ভালো জোনাথন আবার ট্রাম্পের পাগল ভক্ত।