‘জিরো ফিগার’ বানাতে যা যা করছেন বিদ্যা সিনহা মিম
সাদাকালো নিউজ ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেসের প্রতি মনোযোগী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। স্লিম ফিগারের এই নায়িকা নিজেকে মোহময়ী করে রাখার জন্য পরিশ্রমের ঘাটতি রাখেননি কখনো। তবে গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, নানা কসরত করেছেন। এবার সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।