জিম্বাবুয়ের বোলারদের বেয়াদবির জবাবে যা করলেন তাসকিন আহমেদ
সাদাকালো নিউজ ডেস্ক
হারারে টেস্টে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে গেল দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই। দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ের বোলারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হলো বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের। শুরুটা করেছেন জিম্বাবুয়ের তরুণ পেসার ব্লেসিং মুজুরাবানি।
তিনি তাসকিন আহমেদের সঙ্গে অযথাই আগ্রাসন দেখানর চেষ্টা করেন। পরে তার জবাব দিতেই হয়তো আরেক পেসার ভিক্টর নিয়ুচিকে দুইবার বোলিং করা থেকেই থামিয়ে দেন মাহমুদউল্লাহ।