জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
সাদাকালো নিউজ
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গত বৃহস্পতিবার পরস্পরের বিপক্ষে মাঠে নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের পর দুঃসংবাদ পেল দুদলই। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলকে করা হয়েছে জরিমানা। মূলত স্লো ওভার রেটের কারণেই জরিমানা গুণতে হলো দুদলকে।
ত্রিনিদাদে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের দেখা পায়নি ভারত। হারের পরও গুণতে হচ্ছে জরিমানা। ম্যাচ ফ্রির ৫ শতাংশ জরিমানা গুনতে হবে সফররত ভারতকে। অন্যদিকে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পরিমাণ ম্যাচ ফির ১০ শতাংশ।
নির্ধারিত ওভাররেটে বল করা শেষ হয়নি ভারতের। ন্যূনতম ওভাররেটের চেয়ে এক ওভার কম বল করেছে হার্দিয়া পান্ডিয়ারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সময় নিয়েছে আরও বেশি। তারা পিছিয়ে ছিল দুই ওভার।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সর্বনিম্ন ওভাররেটের চেয়ে এক ওভার কম বল করার জন্য ভারতকে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজকে ন্যূনতম ওভাররেটের চেয়ে দুই ওভার কম বল করার জন্য তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।’
ত্রিনিদাদে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তুলে ভারত। ফলে ৪ রানে হেরে যায় সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার মাটে নামবে দুদল।