ছেলেকে বাঁচিয়ে রাখতে কবরে কিউআর কোড বসালেন বাবা-মা
সাদাকালো নিউজ
ছেলে পাস করে হয়েছেন চিকিৎসক। এরপর নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন; কিন্তু হঠাৎ ছন্দপতন। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যু হয় তার। ছেলের মৃত্যুর পরও তাকে সবার মাঝে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন মা-বাবা। সে প্রচেষ্টা থেকেই অদ্ভুত এক কাজ করে বসলেন তারা, ছেলের কবরে বসালেন কিউআর কোড।
ওই যুবকের নাম আইভিন ফ্রান্সিস। তার বাবা ওমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। আর মা সেখানকারই একটি স্কুলে চাকরি করেন। আইভিন ডাক্তারি পাস করে নিজের জীবন সাজানোর স্বপ্ন দেখছিলেন; কিন্তু ২০২১ সালে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যু হয় তার। তাকে ভারতের কেরালা রাজ্যের ত্রিচূড়ের কুরিয়াচিরার সেন্ট জোসেফ চার্চে কবর দেওয়া হয়।
ছেলের মৃত্যুর পর থেকে তার বাবা-মায়ের লক্ষ্য ছিল একটিই, যেভাবেই হোক মৃত সন্তানকে সবার মধ্যে বাঁচিয়ে রাখা। এর পরই তাদের কিউআর কোড তৈরির বিষয়টি মাথায় আসে। ছেলেকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেন ওই দম্পতি। সেখানে রয়েছে আইভিনের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও, পারফরম্যান্স। কবরে থাকা কিউআর কোড স্ক্যান করলেই ওই ওয়েবসাইটে থাকা আইভিনের সমস্ত কিছু দেখতে পারবেন যে কেউ।