
ছাদখোলা পিকআপে ময়মনসিংহ ঘুরলেন সাফজয়ী ৮ ফুটবলকন্যা
সাদাকালো নিউজ
সাফ চ্যাম্পিয়ন কলসিন্দুর গ্রামের ৮ নারী ফুটবলারকে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা ছাদখোলা পিকআপে ময়মনসিংহ শহরের মূল সড়কগুলোতে ঘুরেছেন। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানান নগরীর বিভিন্ন স্তরের মানুষ।
এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে পুলিশি নিরাপত্তায় ময়মনসিংহের চুরখাই এলাকায় পৌঁছান নারী ফুটবলাররা। আয়োজকরা তাদের বরণ করে নেন। এরপর তারা ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ছাদখোলা গাড়িতে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ফুটবলাররা সার্কিট হাউজে প্রবেশ করেন। সেখানে তাদের শুভেচ্ছা জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সার্কিট হাউজে বিশ্রাম শেষে ২টার দিকে নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা।
উল্লেখ্য জেলা প্রশাসন, জেলা ফুটবল ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান শেষে সাফজয়ী দলের ফুটবলকন্যারা রাতে সার্কিট হাউজ ভবনে থাকবেন বলে জানা গেছে। আগামীকাল সকাল ৯টায় রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পুলিশ লাইনে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
নেপাল জয় করা কলসিন্দুরের আট কিশোরী হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার। এদের মধ্যে ৬ জন ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন।