ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে বিএনপি সংশ্লিষ্টতার অভিযোগ সহ-সভাপতির!
Loading advertisement...
Preload Image
Up next

আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে: আইনমন্ত্রী

Cancel
Auto Next
0 Comments

ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে বিএনপি সংশ্লিষ্টতার অভিযোগ সহ-সভাপতির!

নাফিজা আক্তার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন সংগঠনটির একজন সহসভাপতি ইয়াজ আল রিয়াদ। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এসব অভিযোগ করেন রিয়াদ।

রিয়াদের দাবি, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আল নাহিয়ান আওয়ামী লীগের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের হয়ে ধানের শীষের প্রচারণা চালিয়েছিলেন। এছাড়াও আল নাহিয়ানের বাবা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ‘ডামি প্রার্থী’ ছিলেন বলেও অভিযোগ রিয়াদের।

ফেসবুক লাইভে রিয়াদ বলেন, আল নাহিয়ান নিজে এবং তার পরিবার সংশ্লিষ্টরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আপন চাচাতো ভাইকে নিজের ক্ষমতাবলে নৌকার প্রার্থীর বিরুদ্ধে জিতিয়েছেন আল নাহিয়ান, দাবি রিয়াদের।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন আল নাহিয়ান। অভিযোগ আছে, তখন তার ফুফাতো ভাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তার কক্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করেছেন, ভর্তি পরীক্ষায় অংশও নিয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তিনি ছাত্রদলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন।

রিয়াদ অভিযোগ করে বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির যে নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছিল, সেই নির্বাচনে বিএনপিকে সহযোগিতা করেছেন আল নাহিয়ানের বাবা।

আল নাহিয়ানের বাবা ১৯৯১ সালের নির্বাচনে বাবুগঞ্জ-উজিরপুর আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর তার বাবা ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর বিমা কোম্পানিতে চাকরি করেছিলেন। তিনি তৎকালীন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার পিএ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লাইভের মধ্যেই ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ানকে এসব অভিযোগের জবাব দেয়ার আহ্বান জানান রিয়াদ। তিনি বলেন, অভিযোগ উঠতেই পারে। অভিযোগের জবাব তাকেই দিতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে তাকে নিয়ে যেন কোনো ধোঁয়াশা তৈরি না হয়, নেতা-কর্মীরা যাতে বিভ্রান্ত ও আদর্শচ্যুত না হন, সেই জায়গা থেকে তার উচিত অভিযোগগুলো খণ্ডন করা।

ফেসবুক লাইভের একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ করেন সহসভাপতি রিয়াদ। তিনি বলেন, আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তারা অনিয়মতান্ত্রিক ও সংগঠনবিরোধী অনেক কর্মকাণ্ড করে সংগঠনকে নানা প্রশ্নের সম্মুখীন করছেন। এসব বিষয় নিয়ে যারা কথা বলেন, যারা দুঃসময়ের আওয়ামী পরিবারের সন্তান, তারা তাদের চিহ্নিত করে সংগঠন থেকে দূরে সরিয়ে রাখছেন।

এদিকে রিয়াদের ফেসবুক লাইভের অভিযোগের প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক, কেউই সাড়া দেননি।