চলে গেলেন টম সিজমোর
সাদাকালো নিউজ
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম সিজমোর না ফেরার দেশে পাড়ি দিলেন। শুক্রবার ( ৩ মার্চ ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার মুখপাত্র।
১৮ ফেব্রুয়ারি নিজ বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় হলিউড অভিনেতা টম সিজমোরকে। ব্রেন অ্যানিউরিজমে আক্রান্ত হয়েছিলেন তিনি। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা অভিনেতার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন, ‘বাঁচার আশা নেই।’
জানা যায়, মাদকাসক্ত ছিলেন টম সিজমোর। বহুবার গিয়েছেন রিহ্যাবে। ২০০৭ সালে তাকে মেথামফেটামিন রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং ২০১৯ সালে তাকে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল।
২০১০ সালে তিনি ‘রিহ্যাব উইথ ডক্টর ড্রিউ’-তে যান এবং সুস্থ হয়ে ওঠেন। এটি ছিল এ রিহ্যাবের সবচেয়ে বড় সাফল্যের একটি। কিন্তু এই সাফল্য ছিল খুব অল্প সময়ের। আবারও নেশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।
মাদকাসক্তির বিরূপ প্রভাব পড়েছিল টম সিজমোরের হলিউড ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে। শুটিং সেটে তিনি দায়িত্বহীনের মতো আচরণ করতেন। সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। আইনি ঝামেলায় জড়িয়েছেন অনেকবার। হলিউডে তার দুর্নাম হয়ে যায়। এতকিছুর মাঝেও তিনি বেশকিছু কাজ করেন যা প্রশংসিত হয়েছিল।
অভিনেতার সবচেয়ে জনপ্রিয় কাজ হলো ১৯৯৭-এর ভৌতিক সিনেমা ‘দ্য রেলিক।’ এই ছবিতে তার চরিত্রটি দর্শকহৃদয় জয় করেছিল।