ঘৃণামুক্ত পৃথিবী গড়তে চায় কার্ডিফ ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা
সাদাকালো নিউজ
বিশ্ব হবে যুদ্ধবিহীন। এই লক্ষ্যে ১৯৮১ সাল থেকে জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশন শুরুর প্রথম দিনটি পালিত হয় আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে। জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের “তৃতীয় মঙ্গলবার” দিবসটি পালিত হতো। তবে, ২০০২ সাল থেকে ২১ সেপ্টেম্বর পালন করা হয় আন্তর্জাতিক শান্তি দিবস।
এ বছরের প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ওয়ার্ল্ড’ বা ‘স্থিতিশীল এবং সমতার বিশ্বের জন্য আরও ভালো অবস্থা পুনরুদ্ধার’।
প্রায় এক যুগের বেশি সময় ধরে নানা আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা- সিআইএসডি। মঙ্গলবার স্কুলের ধানমণ্ডি ক্যাম্পাসে আয়োজন করা হয় বিশ্ব শান্তি দিবস উদযাপন অনুষ্ঠান।
করোনাকালীন পরিস্থিতি থাকায় পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। প্রতিজ্ঞা করেন বৈষ্যমহীন পৃথিবী গড়ার। কবিতা, গান আর সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তুলে ধরেন, ঘৃণার বিরুদ্ধে তাদের অবস্থান।
সিআইএসডির শিক্ষকরা বললেন, একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়তে ছোটবেলা থেকেই সোচ্চার হতে হবে। শিক্ষার্থীদের শান্তির পক্ষে সোচ্চার হতে উদ্বুদ্ধ করতেই বিশ্ব শান্তি দিবস পালন করছেন তাঁরা। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার উপাধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, তাদের শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই নিজেদেরকে আবদ্ধ রাখে না; অংশ নেয় বিভিন্ন সামাজিক কার্যক্রমেও।
করোনার কারণে প্রায় ১৮ মাস বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১২ই সেপ্টেম্বর থেকে খুলেছে কিছু শর্ত মেনে। ঢাকার অনেক ইংলিশ মিডিয়াম স্কুল এখনও নিয়মিত পাঠদান শুরু করতে পারেনি। তবে সিআইএসডি এক্ষেত্রে ব্যতিক্রম। সরকারি নির্দেশনা মেনে ১২ই সেপ্টেম্বর থেকেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিআইএসডি।