ক্ষুব্ধ আমির হামজার পরিবার
নাফিজা আক্তার
বিপুল সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা আমির হামজার নাম। সাহিত্যে অবদানের জন্য তার নাম ঘোষণা করা হয়েছিল।
গেল শুক্রবার আমির হামজার নাম বাদ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, আগের তালিকার অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঠিক আছে। আমির হামজার নাম নেই। অর্থাৎ এ বছরের স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
এদিকে পুরস্কার থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ আমির হামজার পরিবার। একইসঙ্গে পদক বহাল রাখারও দাবি জানান তাঁরা।
তাঁর সন্তানদের মতে, এমন রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে আবার তা বাতিল করায় পিতার সম্মানহানি হয়েছে। যা তাদের জন্য পৃথিবী ত্যাগ করার শামিল।
আমির হামজার পুত্র নুরুজ্জামান রাজু দেশের একটি গণমাধ্যমকে বলেন, হিংসাত্বক অবস্থা থেকে আজকে যেটা হয়েছে সেটার কারণে আমাদের পরিবার খুব কষ্টের সঙ্গে সময় কাটাচ্ছে। এখন শেষ করে দেয়া ছাড়া আর কোনো পথ নেই।
আমির হামজাকে নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলছেন, আমির হামজার মনোনয়ন প্রক্রিয়া পর্যালোচনা ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৫ মার্চ এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নাম আসে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের আমির হামজার।