ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে ইমরান খান!
নাফিজা আক্তার
খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ মাড়িয়ে একেবারে প্রধানমন্ত্রী। তবে শুরু থেকেই পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের ক্ষমতার পথ মসৃন নয়। আজ সোমবার আস্থা ভোটে হেরে গেলে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে ইমরান খানের। আস্থা ভোট এড়িয়ে ইমরান ক্ষমতায় থাকতে চাইলে সামরিক বাহিনীর হস্তক্ষেপের আশঙ্কাও করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
মূলত দেশের চরম অর্থনৈতিক দুরবস্থার কারণেই আবার মেয়াদ পূর্ণ হবার আগে সরকার পরিবর্তনের ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে পাকিস্তানে।
পাকিস্তানে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ধারা এখনো অব্যাহত। দ্রব্যমূল্য আকাশছোঁয়া। ইমরান সরকারের বিরুদ্ধে অবশ্য সরকার পরিচালনায় সার্বিক ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছে। এবং এসব অভিযোগ শুধু বিরোধীদের নয়, ইমরানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ এর অন্তত ২৪ জন সদস্যও এ বিষয়ে বিরোধীদের সঙ্গে একমত বলে সংবাদমাধ্যমের খবর। আর তাই সংসদে হতে যাওয়া আস্থাভোটে তাদের ভোটও যেতে পারে ইমরানের বিরুদ্ধে।
নিজ দলের সংসদ সদস্যরা তাঁর বিরুদ্ধে ভোট দিলে সাড়ে তিন বছরের মাথায় ইমরান খানের বিদায় নিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
পাকিস্তানের দৈনিক ডন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৪২ সদস্যের সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ১৭২টি ভোট পেতে হবে ইমরান খানের সরকারকে। বর্তমান পরিস্থিতিতে তা একরকম অসম্ভব।