ক্রিকেট বিশ্বকাপে যে অনন্য রেকর্ড গড়ল পাকিস্তান-শ্রীলঙ্কা !
সাদাকালো নিউজ
শ্রীলঙ্কা ৩৪৪ রান করে ফেলার পর কতজন ভেবেছিলেন পাকিস্তান এই ম্যাচ জিততে পারবে? আপনারা ভাবুন আর নাই ভাবুন তাতে কোনো সমস্যা নেই। পাকিস্তান ভেবেছিল, আর সেটা করেও দেখিয়েছে দলটি। এর থেকেও বিরল এক ঘটনা ঘটেছে এই ম্যাচে। সেটি হলো চার-চারটি সেঞ্চুরি। বিশ্বকাপের ১৩তম আসরে এসে যা প্রথমবারের মতো দেখলো ক্রিকেট প্রেমীরা।
১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কার রান উৎসবের ম্যাচে দুই ইনিংসে হয়েছে দুটি করে সেঞ্চুরি। কুসল মেন্ডিস ৬৫ বলেই শতক পেরিয়ে যান। যা বিশ্বকাপে কোনো শ্রীলঙ্কানের দ্রুততম সেঞ্চুরি। কুসলের পর সাদিরা সামারাবিক্রমা করেন আরেকটি সেঞ্চুরি। এতে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
লঙ্কানদের সেই রান তাড়া করে দারুন এক জয় পায় পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান দুজনেই সেঞ্চুরি করেন ঠিক ৯৭ বলে। বিশ্বকাপে এক ম্যাচে দুই পাকিস্তানি ব্যাটারের সেঞ্চুরি আগে কখনও হয়নি।
ওয়ানডে ইতিহাসে আরও দুটি ম্যাচ আছে, যাতে চারটি সেঞ্চুরি হয়েছিল। তবে কোনোটিই বিশ্বকাপের মঞ্চে নয়। প্রথমটি হয়েছিলো ১৯৯৮ সালে। সেটিতেও জড়িয়ে আছে পাকিস্তানের নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইজাজ আহমেদ ও মোহাম্মদ ইউসুফের শতকে ৩১৫ রান তোলে পাকিস্তান।
লাহোরে হওয়া সেই ম্যাচে পরে ওপেনিংয়ে অ্যাডাম গিলক্রিস্ট খেলেন ১০৪ বলে ১০৩ রানের ইনিংস। এরপর রিকি পয়ন্টিং খেলেন ১২৯ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংস। ৭ বল হাতে রেখেই সেই ম্যাচে জয় পায় অজিরা।
অপর ম্যাচটির সাথে আবার জড়িয়ে আছে অস্ট্রেলিয়া। ২০১৩ সালে নাগপুরে অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার দেয়া ৩৫১ রানের লক্ষ্য তাড়া করেছিল ভারত। ৬৬ বলে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তার আগে শিখর ধাওয়ান করেছিলেন ১০২ বলে ১০০ রান।
ওই ম্যাচে অস্ট্রেলিয়া সাড়ে তিনশর পুঁজি গড়েছিল শেন ওয়াটসন ও জর্জ বেইলির সেঞ্চুরিতে। ওয়াটসন ৯৪ বলে ১০২ রানে আউট হয়ে যান। আর বেইলি ১১৪ বলে ১৫৬ রান করেন। সবমিলিয়ে ওয়ানডে ইতিহাসে এই তিনটি ম্যাচই আছে, যেখানে সেঞ্চুরি হয়েছে, একটি দুটি বা তিনটি নয়, চারটি!