কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়লো
সাদাকালো নিউজ
কোম্পানি করদাতারা তাদের বার্ষিক আয়কর রিটার্ন আগামী ১৫ জুন পর্যন্ত জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড সোমবার রাতে (১৫ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার (১৬ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মহিদুল ইসলাম চৌধুরীর সই করা ‘কোম্পানি শ্রেণির করদাতার ২০২২-২৩ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিতকরণ’ শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে সব কোম্পানি সময় বাড়ানোর আবেদন করেছেন তাদের জন্য ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন ২০২৩ পর্যন্ত বার্ধিত করা হলো।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের পাশাপাশি কোম্পানি শ্রেণির করদাতাদেরও বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হয়।