কোথায় হারালেন শবনম বুবলী?
সাদাকালো নিউজ
সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে একসঙ্গে ঘুরছেন, হাজির হচ্ছেন ঘরোয়া অনুষ্ঠানেও। তাদের সেই ঘোরাঘুরির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
১৫ই জুলাই ফাঁস হয় শাকিব-অপুর ভিডিও। যেখানে দেখা যায়, শাকিব খান একটি খাবারের দোকান থেকে ছেলে জয়ের হাত ধরে বের হচ্ছেন। পেছন পেছন আসছেন অপু। এরপর কালো রঙের একটি গাড়িতে করে চলে যান তারা।
শাকিব-অপুর এবারের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। যার কিছুটার প্রমাণ মেলে ফেসবুকে। যেখানে অনেকেই মন্তব্য করেছেন, এই সফরের মাধ্যমে শাকিব-অপুর মান অভিমানের ইতি ঘটবে। আবার কেউ বলছেন, সাবেক এই দম্পতি আবার এক হয়ে সংসার শুরু করবেন।
এদিকে যুক্তরাষ্ট্রে শাকিব-অপুর এক হওয়ার খবর যখন অন্তর্জালে ভাইরাল। তখন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে নেট দুনিয়ায়। সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে তিনিও নাকি যুক্তরাষ্ট্রে যাবেন।
তবে কবে, কখন, যাবেন নাকি যুক্তরাষ্ট্রে চলে গেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। প্রশ্ন উঠেছে, নায়িকা বুবলী এখন কোথায়? এ বিষয়ে বুবলীর মুঠোফোনে বেশ কয়েকবার কল দিয়েও সারা পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা দিলেও উত্তর মেলেনি।
আগামী ২৫ জুলাই ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিংএ অংশ নেয়ার কথা রয়েছে বুবলীর। সিনেমাটির শেষ ধাপের শুটিংয়ের জন্য অনেক আগেই শিডিউল দিয়ে রেখেছেন তিনি। এখন দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্রে উড়ে যান বুবলী নাকি শুটিংয়ে অংশ নেন।
গত রোজার ঈদের আগে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যান অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে অংশ নিতেই তার এই যাত্রা ছিলো। আর সে কারণে ৫ বছর মেয়াদী ভিসা পান তিনি। সেটাকে কাজে লাগিয়ে আবারও দেশটিতে গেছেন অপু। সঙ্গে রয়েছে একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।
২০০৮ সালে প্রথমে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পাইনি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং জয় তাদেরি সন্তান। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের।
সংসার ভাঙার পর এখনও একা অপু বিশ্বাস। তবে বসে থাকেননি শাকিব খান। বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। বর্তমানে এই সংসারও ভাঙনের পথে। তবে বুবলীরও যুক্তরাষ্ট্রের ভিসা আছে। এমনকি তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরও জন্মসূত্রে আমেরিকান।