কেন অভিনয় থেকে দূরে শ্রাবন্তী?
সাদাকালো নিউজ
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী। শোবিজে যাত্রা শুরুর পর দ্রুতই তিনি সুন্দর মুখশ্রী, আকর্ষণীয় ফিগার আর প্রাণবন্ত অভিনয়ের সুবাদে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। তবে হঠাৎ করে অভিনয় থেকে বিদায় নেন।
শ্রাবন্তী সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি। তবে দীর্ঘ ১৩ বছর পর ফের পর্দায় আসছেন তিনি। ফিরছেন ছোট পর্দায়; কিন্তু অভিনয় করতে নয়, অভিনয় থেকে কেন দূরে আছেন, সে কথা জানাতে আসবেন তিনি।
দেশের একটি বেসরকারি চ্যানেলের এক অনুষ্ঠানে দেখা যাবে শ্রাবন্তীকে। ঈদে এই অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন অভিনেত্রী। সেখানেই তিনি জানাবেন ব্যক্তিজীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা।
জানাবেন, কেন এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন। শোনাবেন জনপ্রিয়তার প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প এবং আরও জানাবেন, সামনের দিনগুলোতে তাঁর নতুন পরিকল্পনার কথা।
গেল বছর ওজন ঝরিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। তবে অভিনয়ের জন্য নয়, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে- শুধু সে জন্যই ওজন কমিয়েছিলেন তিনি।
২০১০ সালে সর্বশেষ অভিনয় করলেও শেষ কবে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, শ্রাবন্তী নিজেও মনে করতে পারেননি। অনুমান করে তিনি বলেন, ‘১৬-১৭ বছর আগে তো হবেই।’ রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের চতুর্থ দিন, সকাল সাতটায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।
ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রাবন্তী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায়ও বেশ সাড়া ফেলেছিলেন। তবে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় ২০১০ সালে বিয়ে করে বসেন।
শ্রাবন্তীর স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম। ২০১১ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় প্রথম সন্তান রাবিয়াহ। আর ২০১৫ সালে সেই সংসারে যোগ দেয় ছোট মেয়ে আরিশা। তবে খুব একটা সুখকর হয়নি নায়িকার বিবাহিত জীবন। ২০১৮ সালে খোরশেদের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।
বর্তমানে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন শ্রাবন্তী। মাঝে সেখানে ওয়ালমার্টে কাজ নিয়েছিলেন। ভালো না লাগায় ছেড়েও দিয়েছিলেন। মেডিকেল সহকারীর স্বল্পমেয়াদি একটি কোর্সও করেছেন নায়িকা।
বর্তমানে দুই মেয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন শ্রাবন্তী। আবার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছিলেন ২০২১ সালে এক সাক্ষাৎকারে, সর্বশেষ যেবার বাংলাদেশে এসেছিলেন।