কে এই হাবিবুর রহমান? কিনলেন ইভ্যালির রেঞ্জ রোভার
নাফিজা আক্তার
সিন্দুক ভেঙে প্রত্যাশিত অর্থ না পাওয়ায় নিলামে তোলা হয়েছে ইভ্যালির সাতটি গাড়ি; প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বাড়িতে এসব গাড়ি নিলামে তোলা হয়।
ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গাড়িটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে কিনে নিয়েছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। ১০ ফেব্রুয়ারি সকাল পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়।
নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটির দর হাঁকিয়েছেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাঁকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।
রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করেছে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।