কে এই শাহজাহান বাবলু? দেশের ব্যাংকের টাকা মেরে দুবাইয়ে বিলাসী জীবন
সাদাকালো নিউজ ডেস্ক
নাম শাহজাহান। পরিচিত বাবলু নামেও। দুবাই থাকেন। আরাম-আয়েশ আর বিলাসিতায় কাটছে জীবন। বিলাসবহুল বাসভবন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন নিয়মিত। দুবাই এর কোন রাজপুত্র ভেবে ভুল করতেই পারেন। অথচ অনুসন্ধান বলছে, ব্যাংকের খাতায় শীর্ষ ঋণখেলাপি তিনি। অর্থ পাচারকারী হিসেবেও রয়েছে তাঁর নাম। আর পুলিশের খাতায় পলাতক আসামি এই বাবলু। তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকা লোপাটের।