কে এই জাহির ইকবাল? বিয়ে করছেন সোনাক্ষী সিনহা
রাকিবুল ইসলাম
অনেক দিন ধরেই বি টাউনে গুঞ্জন ছিলো প্রেম করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মধ্যে গোপনে নাকি বাগদানও সেরে ফেলেছেন এই অভিনেত্রী। আংটি পরিহিত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, খুব শিগগিরই অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন সোনাক্ষী। বলিউডের ফিল্মি পরিবারের কেউ নন জাহির ইকবাল। সুপারস্টার সালমান খানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব জাহিরের বাবার।
২০১৯ সালে সালমান খান প্রযোজিত সিনেমা ‘নোটবুক’ দিয়ে বলিউডে অভিষেক হয় জাহির ইকবালের। বলিউডের আপকামিং মুভি ‘ডাবল এক্সএল’-সিনেমায় দেখা যাবে জাহিরকে। সিনেমাটিতে জাহিরের সঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহাও। এই ছবি থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত।
গেল সোমবার সোনাক্ষী তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। একটিতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন।
অন্য আরেকটি ছবিতে দেখা যায়, বাঁ হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন সোনাক্ষী। আর ওই হাতের অনামিকা জ্বলজ্বল করছে একটি আংটি। হাতটি ধরে আছেন কেউ একজন। ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরুষের হাত।
ছবিতে সোনাক্ষী লিখেছেন, ‘এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন! আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে! আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছিলাম না! বিশ্বাস করতে পারছি না এটা এতো সহজ!’ আবার ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকগুলো লাভ ইমুজিও।