শিল্পী গাজী আনাস, কলকাতা পুলিশের হাতে আটক
নাফিজা আক্তার
ইসলামি অঙ্গনের পরিচিত মুখ গাজী আনাস রওশন। তাঁর কণ্ঠ যাদুতে সঙ্গীত প্রেমিকরা মুগ্ধ। গাজী আনাসের অঙ্গ-ভঙ্গিও সবার চাইতে ভিন্ন। তাঁর পরিচালনায় ইসলামি সঙ্গীত অঙ্গন পেয়েছে নতুনত্বের ছোঁয়া। বহুদিন ধরে সুস্থ ধারার বিনোদনের জন্য কাজ করে যাচ্ছেন গাজী আনাস।
গেল শুক্রবার বাংলাদেশি এই শিল্পীকে কলকাতা বিমানবন্দরে ধরেছে বিমানবন্দরের ইমিগ্রেশন দপ্তর। জানা গেছে, কলকাতার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় রাজনগর ইসলামিক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কলকাতায় যান তিনি।
বিমানবন্দরে পৌঁছানোর পরে তাঁকে ঘিরে ধরে তাঁর ভক্তরা। তৎক্ষণাত বিষয়টি ছড়িয়ে পরে গোটা এলাকায়। তখন বিমানবন্দরের টুরিস্ট পুলিশ গাজী আনাসকে ধরে নিয়ে যায়।
গাজী আনাস রওশন হেভেন টিওন ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি। সেই সঙ্গে তিনি গ্যাপ মিডিয়া করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি কুমিল্লার দাওয়াতুল হক নুরানী মাদ্রাসা, হিফজ মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সদস্য।
তিনি একাধারে গীতিকার, সঙ্গীত পরিচালক, ইসলামি ভিডিও প্রযোজক। হেভেন টিউন স্টুডিও থেকে বেশকিছু অ্যালবাম প্রকাশ হয়েছে গাজী আনাসের। তিনি বেশকিছু বেসরকারি টেলিভিশনের প্রাক্তন পরিচালকও ছিলেন।
গাজী আনাস তিতুমীর কলেজ থেকে স্নাতক এবং বাংলাদেশ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। গত ২১ বছর ধরে নৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন স্তরে সঙ্গীত আয়োজন ও পরিচালনা করে আসছেন গাজী আনাস। এছাড়ও তিনি প্রচুর স্টেজ শো করে থাকেন।