কারাগারের খাতায় ‘অবিবাহিত’ পরীমনি
সাদাকালো নিউজ ডেস্ক
কাশিমপুরে মহিলা কারাগারে আছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কারাগারের কোয়ারেন্টিন সেন্টার ‘রজনীগন্ধা ভবনে’ রাখা হয়েছে তাকে। খাবার হিসেবে সাধারণ বন্দিদের যা যা দেয়া হয়, পরীমনিকেও তাই দেয়া হচ্ছে। কারা সূত্র জানায়, প্রত্যেক আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার পর কারাগারের রেজিস্টারে তার নাম-পরিচয়সহ সব কিছু লেখা হয়। এই নায়িকার ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।