কার দিকে চুমু ছুঁড়ে মারলেন শ্রাবন্তী?
রাকিবুল ইসলাম
টলিউডে বর্তমান সময়ের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিতর্ক যেন তাকে কোনোভাবেই পিছু ছাড়ে না। আবার সেই বিতর্কে মাঝে মধ্যে নায়িকা নিজেও ঘি ঢেলে দেন। তিনবার বিয়ে, নতুন প্রেম, রাজনৈতিক ক্যারিয়ার সব নিয়ে তাকে ঘিরে নেটিজেনদের আলোচনা আর সমালোচনা চলতেই থাকে। কিন্তু কোনো বিতর্ক নিয়েই মাথা ঘামান না এই অভিনেত্রী।
২৫ জানুয়ারি এই নায়িকাকে নিয়েও সরগরম সোশ্যাল মিডিয়া। এদিন শ্রাবন্তীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সাজানো রাস্তা দিয়ে হেঁটে আসছেন শ্রাবন্তী। পরনে কালো রঙের শিফন শাড়ি, স্লিভলেস ব্লাউজ, ঢেউ খেলানো খোলা চুল, ঠোঁঠে মেরুন লিপস্টিক, কপালে সিঁদুর। ক্যামেরার একদম সামনে এসে ফ্লায়িং কিস ছুঁড়লেন তিনি।
হাওয়ায় কার জন্য চুমু ছুঁড়ে মারলেন নায়িকা? সেটা তিনি খোলাসা না করলেও ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ব্লিসফুল’। নিজেকে সুখি বলেই উল্লেখ করেছেন নায়িকা।
কিছুদিন আগে বাথরুমে গোসল করা অবস্থায় একটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা। গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাহনি ধুকপুকানি বাড়ায় ভক্ত মনের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ফ্রেশ মর্নিং’।
মাঘের সকালে শ্রাবন্তীর এমন ছবি দেখে চমকে যান তার ভক্তরা! নায়িকার কমেন্ট বক্স বন্ধ করার আগেই সেখানে উপচে পড়ে মন্তব্য। কেউ লেখেন, ‘বাবা এতো সকালে গোসল, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে’। কেউ আবার দুষ্টুমি করে বলেন, ‘একটু ফেনাটা সরাও না’।
২০০৩ সালে চলচ্চিত্র পরিচালক রাজিব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারে জন্ম নেয় ছেলে ঝিনুক। ২০১১ সালে সেই সংসার ভেঙে যায়। রাজিবের সঙ্গে ডিভোর্সের পর কয়েক বছর একা থাকেন নায়িকা। এরপর ২০১৫ সালে একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে গিয়ে মডেল কৃষেণ ব্রজের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। দুই বছর প্রেম করার পর ২০১৭ সালে তারা বিয়ে করেন। কিন্তু খুব অল্প দিনে সেই বিয়েও ভেঙ্গে যায়। এরপর রোশন সিংয়ের সঙ্গে পরিচয় হয় নায়িকার। কিছুদিন হাই হ্যালো, ডিনার ডেট ও ঘোরাঘুরির পর ২০১৯ সালের ১৯ জুন তারা বিয়ে করেন। কিন্তু অনেকদিন ধরে তৃতীয় স্বামীর কাছ থেকেও আলাদা থাকছেন শ্রাবন্তী।