কাবুল বিজয়ে বাংলাদেশের ইসলামি দলগুলো খুশি কেন?
সাদাকালো নিউজ ডেস্ক
দীর্ঘ ২০ বছর পর আবারো আফগানিস্তান দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সেই সঙ্গে আফগানিস্তানের রাজনীতিতে এসেছে পটপরিবর্তন। প্রতিবেশি দেশ না হলেও, সেই ঢেউ এসে লেগেছে বাংলাদেশের গায়ে। রয়েছে শঙ্কা ও উদ্বেগ।
ইসলামপন্থী রাজনীতি নিয়ে গবেষণা করেন শরীফ মোহাম্মদ বিবিসি বাংলাকে বলেছেন, আফগানিস্তানের পট পরিবর্তনে বাংলাদেশে ইসলামপন্থী সব দল বা সংগঠনেই উচ্ছ্বাস দেখা গেছে। কিন্তু এর কারণ তালেবান আদর্শ নয় বলে মনে করেন তিনি।
শরীফ মোহাম্মদ মনে করেন, আগ্রাসী শক্তি থেকে একটা মজলুম দেশের মুক্ত হওয়ার বিষয় উচ্ছ্বাসের পেছনের বড় কারণ। আমেরিকা এবং নেটোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোতে পুতুল সরকার বসিয়ে দেয়া হয়। সেই পুতুল সরকারকে উচ্ছ্বেদ করার সামর্থ্য অর্জন করার মতো অনেকগুলো বিষয় রয়েছে উচ্ছ্বাসের পেছনে।
তিনি মনে করেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শের ক্ষেত্রে বাংলাদেশে ইসলামপন্থী অনেক দলের সাথে তালেবানের আদর্শের মিল থাকতে পারে। কিন্তু তারা সশস্ত্র অবস্থায় চলে যাবে বা ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে-এটা তিনি মনে করেন না।