কানাডার হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সাদাকালো নিউজ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডলি কোটালি উপস্থিত রয়েছেন। বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির সূত্রগুলো বলছেন, আগামী সংসদ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি ও বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।