এমপিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে সেই অধ্যক্ষ
সাদাকালো নিউজ
রাজশাহীতে শারীরিকভাবে লাঞ্ছিত গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম রেজা এমপিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে দাবি করেছেন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তাকে মারধর করেননি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে সংসদ সদস্যের পাশে বসে অধ্যক্ষ সেলিম রেজা বলেন, গণমাধ্যমে যেভাবে বলা হচ্ছে সংসদ সদস্য তাকে মারধর করেছেন, সেটা ঠিক নয়। মূলত আমরা কয়েকজন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ঈদ উপলক্ষে এমপির অফিসে দেখা করতে গিয়েছিলাম।
এ সময় আমাদের অধ্যক্ষ ফোরামের কমিটি গঠন এবং অভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে এমপি আমাদেরকে নিবৃত্ত করেন। এ ছাড়া আর কোনো ঘটনা সেদিন ঘটেনি।